বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাসূল সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

সোয়েব সাঈদ, রামু::

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ‘নুপুর শর্মা’ এবং মিডিয়া সেলের প্রধান ‘নবীন জিন্দাল’কর্তৃক হযরত মুহাম্মদ (সঃ) এবং তাঁর সহধর্মিণী হযরত মা আয়েশা সিদ্দিকা (রাঃ)’র সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে রামুতে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা’র আয়োজনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন সোমবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রসেনা’র সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,বাংলাদেশ ইসলামি যুবসেনা, বাংলাদেশ ইসলামি ছাত্রসমাজ, হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাসহ রামু উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ এবং মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা।

উক্ত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ শাহেদ। নাসের ফয়সাল রাসেলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কক্সবাজার দক্ষিণ জেলার সদস্য সচিব কাজী সালাউদ্দিন মোহাম্মদ তারেক, বাংলাদেশ ইসলামি ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য এনএম মোশাররফ আলি, হযরত জঙলীপীর ইসলামি সুন্নিয়া মাদ্রাসা’র সহ- মাওলানা সুপার মাওলানা তারেকুল ইসলাম নূরী, কক্সবাজার বার্তার রামু প্রতিনিধি সাংবাদিক কফিল উদ্দিন, ইসলামি ফ্রন্ট নেতা মাওলানা রমিজ আহমদ নক্শবন্দী, মাওলানা জামাল আহমদ আনসারী, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট এস এম আবরারুল হক, ইসলামি ফ্রন্ট নেতা মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা রামু উপজেলা’র সভাপতি মোহাম্মদ তৈয়বুল ইসলাম, জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফিরদাউসুল মুনির, ইসলামি তরুণ প্রজন্ম পরিষদ কাউয়ারখোপ এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, এস এম মনির, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা রামু উপজেলার অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রসেনা রামু উপজলার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্রসেনা রামু উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম ফারুকী,মাওলানা আব্দুল কাদের,জসিম উদ্দীন রিয়াদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন- মুসলমানের কাছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান নিজের জীবনের চেয়েও মূল্যবান। আল্লাহর নবী (সাঃ) সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তূলনামুলক ধর্মতত্ত¡ সম্পর্কে অজ্ঞতার প্রমাণ। দোষী ব্যক্তিদের শুধু দলীয় পদ স্থগিত নয়, বরং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

বক্তারা আরো বলেন- এ প্রতিবাদ কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারীর বিরুদ্ধে। আমরা চাই না কোন ধর্মের কিংবা ধর্মীয় মহান ব্যক্তির বিরুদ্ধে কটুক্তি করে কেউ যেন পার পেয়ে না যায়।

মিছিলে অংশগ্রহণকারিরা হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমননাকারীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করে। ‘প্রিয় নবীর অপমান, সইবে না আর মুসলমান’ শ্লোগানে শ্লোগানে রামু চৌমুহনী চত্বর হতে রামু বাইপাস ফুটবল চত্বরে গিয়ে সমাপনী বক্তব্য, মিলাদ- কিয়াম এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


আরো খবর: