মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাশিয়ার গ্রামে স্কুলের মেঝেতে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রীরা!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
রাশিয়ার গ্রামে স্কুলের মেঝেতে এয়ার ইন্ডিয়া ফ্লাইটের যাত্রীরা!


মস্কো, ০৭ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ২১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্য নিয়ে দিল্লি থেকে যাত্রা করে পথে একটি ইঞ্জিনে সমস্যা দেয়া দেয়ায় প্লেনটিকে রাশিয়ার মাগাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেই ফ্লাইটের যাত্রীদের রাখা হয়েছে মাগাদানের একটি গ্রামের স্কুলে।

ফ্লাইট এআই-১৭৩ এর যাত্রীদের স্কুলের মেঝেতে শুয়ে থাকার করুণ অবস্থার ভিডিও করে টুইটারে দেন এক সাংবাদিক। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (৭ জুন) ভারতীয় সময় দুপুর ১ টায় একটি ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা হবে। এরপর অন্য একটি বিমানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কো পাঠানো হবে।

যাত্রীরা অভিযোগ তুলেছেন, ফ্লাইট থেকে স্কুলে নেয়ার পর আর কোনো যোগাযোগ করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য থাকার ভালো ব্যবস্থাও করা হয়নি। মাটিতে শুতে দেয়া হয় যাত্রীদের।

রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কোনও কর্মকর্তারাও সেই যাত্রীদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। তবে জানা গিয়েছে, স্থানীয় রাশিয়ান কর্মকর্তারা ভালো ব্যবহার করেন যাত্রীদের সঙ্গে।

সূত্র: চ্যানেল আই
আইএ/ ০৭ জুন ২০২৩





আরো খবর: