রামুর ন্যাপ নেতা ও জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈকত বড়ুয়া রবিবার (৩১ মার্চ) ভোর ৩ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
দুপুর ২ টায় অনিত্য সভা শেষে রামু জাদিপাড়াস্থ কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষক সৈকত বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া বড়ুয়া পাড়ার মহাজন পরিবারের বাসিন্দা।
তিনি রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্র বড়ুয়ার প্রথম সন্তান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হুইপ কমলের শোক ঃ
ন্যাপ নেতা ও জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈকত বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
এক শোকবার্তায় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল প্রয়াত শিক্ষক সৈকত বড়ুয়া পারলৌকিক সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা ন্যাপ এর শোক ঃ
ন্যাপ নেতা ও জোয়ারিয়ানালা হাজ্বী মোহাম্মদ সাঁচী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সৈকত বড়ুয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার জেলা ন্যাপের সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলু, সদস্য দিল মোহাম্মদ রুস্তম, আবদুল মতিন, সুরঞ্জিত সেন শর্মা স্বপ্ন, আবদুল মান্নান, দীপক বড়ুয়া, সুদর্শন বড়ুয়া।
কক্সবাজার জেলা ন্যাপের সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলু জানিয়েছেন, আশির দশকে সৈকত বড়ুয়া ন্যাপের প্রতিনিধি হয়ে সোভিয়েত ইউনিয়ন সফর করেন।
এক শোকবার্তায় জেলা ন্যাপ নেতৃবৃন্দ প্রয়াত শিক্ষক সৈকত বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।