সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর ঈদগড়ে র‌্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজারের রামু থানাধীন ঈদগড়স্থ তুলাতুলি এলাকার গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান এবং কারখানায় অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরি ও অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর অনুমান ৫ ঘটিকা হতে সকাল ৯ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিধানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ তুলাতুলি এলাকার আবু সামার ঘোনার পশ্চিম পাশে গহীন পাহাড়ে অবস্থানরত অবৈধ অস্ত্র তৈরীর সাথে জড়িত অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায়। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দূর্গম পাহাড়ের এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরী, কেনা-বেচার সাথে জড়িত চক্রের চারজনকে র‌্যাবের আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াপাড়ার মৃত আবদুল জলিলের পুত্র সাহাব উদ্দিন (৪০), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াপাড়ার মৃত সোলেমানের পুত্র লাল মিয়া (৫৮), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের খুইল্ল্যা মিয়ার পুত্র মাঈন উদ্দিন (৪৩) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের নাজির হোসেনের পুত্র জাফর আলম (৪১)।

এসময় অস্ত্রের কারখানা হতে উদ্ধার করা হয় ০২টি এলজি, ০৮টি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি, ১২ বোর কার্তুজ ৭টি, ফায়ারকৃত গুলির খোসা ০৪টি এবং অস্ত্র তৈরীর সরঞ্জামাদি মধ্যে উল্লেখযোগ্য অস্ত্র তৈরীর জন্য ০৭টি রড, ০৪টি হাতুড়ি, অস্ত্রের ফাইল ১০টি, বাটাল ০৩টি, ড্রিল মেশিন ০১টি, প্লাস ০২টি, স্ক্রু ড্রাইবার ০৩টি স্প্রিং, বাটাল সান দেয়ার জন্য শীল, ব্যান্ড বাইশ ও বাতাশ ও আগুন দেয়ার জন্য মোটরসহ অস্ত্র তৈরীর আনুষাঙ্গিক ছোট-বড় বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।


আরো খবর: