শিরোনাম ::
মন্ত্রীর সঙ্গে প্রেম, এখন ১২৪ কোটির মালিক উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা টেকনাফে উদ্ধার চার লাখ ইয়াবা, জঙ্গল দিয়ে পালালেন পাচারকারী টেকনাফে অপহৃত পাঁচজনের জন্য ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজারে একাডেমির জন্য বাতিলকৃত ৭০০ একরে ৮৬৫ দখলদার, ১৫শ বসতি কক্সবাজারে ইউপি চেয়ারম্যান ও এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে ‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ!
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেট জব্দ : নোহা গাড়ি সহ আটক ৫

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে আনুমানিক ১৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেটসহ ৫ জনকে করেছে রামু থানা পুলিশ।

এসময় পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি আটক করা হয়। যার নং (ঢাকা মেট্টো-চ ১৩-৩৫৬৫)।

আটককৃত পাচঁজনের মধ্যে একজন রামু ও চারজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

২৫ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর আনুমানিক ১২ টার দিকে রামু থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াসিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে হতে তাদের আটক করে।

আটককৃতরা হলেন রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার বাসিন্দা মৃত নুরুল আমিনের ছেলে সাইফুর রহমান সুজন,লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) ছৈয়দ পাড়া এলাকার গোলাম মোহাম্মদের পুত্র মো: মাহফুজ(২৪), (৬ নং ওয়ার্ড) ছগিরা পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ আরিফ (২০), (৪নং ওয়ার্ড) বদুর পাড়া এলাকার নুরুল হকের পুত্র আব্দুল্লাহ আল মামুন(২৬) এবং একই ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) চাদাঁরপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র আকতার হোছেন(২৭) বলে জানা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান,

সীমান্ত হতে অবৈধ পন্থায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে বার্মিজ সিগারেট এর একটি বড় চালান রামু হতে লোহাগাড়া যাচ্ছিল, এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে নোহা ভর্তি ১৮ কার্টুন বার্মিজ সিগারেট সহ ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে। চোরাচালান প্রতিরোধ ও অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রামু থানা পুলিশের কর্ম তৎপরতা কঠোরভাবে অব্যাহত রেখেছে।

এদিকের আটককৃত সাইফুর রহমান সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন,মাদক, অবৈধ চোরাচালান সহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে সিংহভাগ গরু চোরাচালান ব্যবসা তার নেতৃত্বেই নিয়ন্ত্রন হচ্ছে। সম্প্রতি বার্মিজ সিগারেট আটকের আরো একটি মামলায় আসামী হয়ে পলাতক ছিলেন সুজন। ইতিপূর্বে বিপুল পরিমান ইয়াবা সহ আটক হয়ে দীর্ঘদিন হাজতবাসও করেন তিনি । এদিকে আটক সুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসার মুলহোতাদের মুখোশ উম্মোচন করে কাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে রামুর সচেতন মহল।


আরো খবর: