শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

রামুতে ইমন বড়ুয়া (২১) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রামু-মরিচ্যা সড়কের পাশ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

নিহত ইমন রামু রাজারকুল ইউনিয়নের রাংকুট ঘোনারপাড়া এলাকার সুনীল বড়ুয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় মেম্বার প্রার্থী নুরুল হক জানান, মাদকাশক্ত ছিল ইমন। সম্প্রতি কলেজ থেকেও চলে এসেছেন। বিয়েও করেছেন সম্প্রতি। রোববার রাতে বের হওয়ার পর সে বাড়ি ফিরেনি আর।

তারপর সোমবার সকালে তার মরদেহ স্থানীয় জসিমের দোকানের পেছনে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে না। তাই ময়না তদন্তের পরে সিদ্ধান্ত নেয়া হবে।


আরো খবর: