বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে অবৈধ করাতকলে ইউএনও’র অভিযান, ৫ করাতকল উচ্ছেদ – কাঠ জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার পানের ছড়া এলাকায় অবৈধ গোল কাঠ আকাশমনি, গর্জন, গামারী সহ বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, পানের ছড়া রেঞ্জের অধীন ৫টি অবৈধ করতাকলে অভিযান পরিচালনা করা হয়।এসময় ৫টি অবৈধ করতাকল উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে করাতকল বিধিমালা, ২০১২ মতে একটি অবৈধ করাতকল পরিচালনাকারী মো আবুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়,অপর ৪ করাতকল মালিকরা মোবাইল কোর্টের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এসময় ১০৮ ঘনফুট কাঠ এবং ২৫টি বল্লি জব্দ করা হয়েছে।

জব্দকৃত কাঠ বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য।

এই অভিযানে প্রশাসনের সহযোগিতায় ছিলেন বন বিভাগ ও জনপ্রতিনিধিরা


আরো খবর: