রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দিনভর সংঘাত-সহিংসতার পর রোববার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে সারাদেশে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ।


সোমবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছেন রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা।



আরও পড়ুন: কারফিউতে বের হলেই ব্যবস্থা


এদিকে রাজধানীর পরিবেশ একে বারে থমথমে অবস্থা বিরাজ করছে। এ সময় রাস্তায় কোনো ধরনের গণপরিবহনও দেখা যায়নি। অপরদিকে রোবার রাতেও রাজধানীজুড়ে ছিল থমথমে পরিস্থিতি। এ সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট। এরপর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জরুরি কাজে সেরেছেন অনেকেই।


অন্যদিকে সোমবার থেকে শুরু ৩ দিনের সাধারণ ছুটি। যা আগামী বুধবার (৭ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি অফিস। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।


আরও পড়ুন: মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ


এরপর সোমবার “মার্চ টু ঢাকা” কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র আন্দোলনকারীরা। তারা কারফিউ এর মধ্যে দিয়েই “মার্চ টু ঢাকা” কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে।


সান নিউজ/এমএইচ


আরো খবর: