শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রয়েল এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ মে, ২০২৪
রয়েল এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


লন্ডন, ২৬ মে – যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছে। শনিবার (২৫ মে) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে জরুরি পরিসেবা ওই এয়ারক্রাফটি বিধ্বস্তের কথা জানায়।

লিংকনশায়ারের পুলিশ জানিয়েছে, ল্যানগ্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয়, এটি রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল। এ ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়েল এয়ার ফোর্স (আরএএফ) কর্তৃপক্ষ। ওই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানোনো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি।

জানা গেছে, বিমানটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়ার ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল। কীভাবে এটি বিধ্বস্ত হয়ে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আরএএফ।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৬ মে ২০২৪





আরো খবর: