মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যে কারণে ইরানে এসেছে রুশ ডেস্ট্রয়ার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩
যে কারণে ইরানে এসেছে রুশ ডেস্ট্রয়ার


তেহরান, ২৮ জুন – রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ইরানের আনজালি বন্দরে নোঙর করেছে। দুই দেশের যৌথ সামিরক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রুশ ডেস্ট্রয়ার ইরানে এসেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার ডেস্ট্রয়ারের সঙ্গে দেশটির যে প্রতিনিধিদল এসেছে তারা ইরানের উত্তরাঞ্চলীয় নৌ কমান্ডারদের সঙ্গে বৈঠক করবে। সেই সঙ্গে আনজালি বন্দর ও সেখানকার ফ্রি ট্রেড জোন পরিদর্শন করবেন তারা। এ ছাড়া ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। যা ‘পাসিং এক্সারসাইজ’ নামে পরিচিত।

প্রসঙ্গত, এর আগে দুই দেশের নৌবাহিনী পরস্পরের বন্দরগুলো পরিদর্শনের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

খবরে বলা হয়েছে, ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের একপেশে নীতি মোকাবিলার ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সমর্থন করে।

আঞ্চলিক ইস্যুতেও দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই সহযোগিতা রয়েছে বলেও উল্লেখ করেছে ইরানি গণমাধ্যমগুলো।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ জুন ২০২৩





আরো খবর: