এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর—উল—গীয়াস বলেছেন, তরুণ—যুবকরা মহৎকর্মে এগিয়ে আসলে সমাজ পরিবর্তন করা সম্ভব। এতে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং বাল্য বিবাহসহ নানা অপরাধ নির্মূল করা যাবে খুব সহজে। তবে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সোমবার (১৮ এপ্রিল) বিকালে লাইট হাউজের ঢাকা রেস্তোরাঁয় মানবিক মূল্যবোধ সোসাইটি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ আলী সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, সৈকত পাড়া সমাজ কমিটির সভাপতি শরাফত উল্লাহ সিকদার বাবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, গিয়াস উদ্দিন চৌঃ, লাইট হাউজ ইউনিট আওয়ামী সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, সৈকত পাড়া ইউনিট আওয়ামী লীগ সভাপতি আমিন ও সাধারণ সম্পাদক সাকিব।
মানবিক মূল্যবোধ সোসাইটির সমন্বয়ক মোঃ মনসুর উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ফরহাদ, আসিফ, দেলোয়ার, দিদার, নোমান, আরিফ, মমতাজ, উসমান গণী, আবছার কামাল, আনোয়ার, ইমন, বাপ্পি, জাহেদ, টুটুল, সাকিব, মোরশেদ, সাকিল, আমির হামজা, রাজন, ফারুক, রিমন, মিনহাজ, রবি, তারেক, আব্দুল ওয়াদুদ প্রমূখ। পরে কোরআনে হাফেজ মোঃ কামরুল হাসান তানজিদকে সংবর্ধনা দেওয়া হয়।