শিরোনাম ::
রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যারা বিদেশে টাকা পাচার করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে:ধর্ম উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নাজিম উদ্দিন, পেকুয়া::

যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল অপরাধীদের বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কক্সবাজারের পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

শনিবার দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বাজার পাড়া ওয়াসিম আকরামের বাড়িতে যান তিনি। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসে তার নাম স্বর্ণঅক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমাদের সরকার জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে। সেখান থেকে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করে যাবেন এবং আমাদের সরকার চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।

এসময় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন নিহত ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের কাছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। এসময় ওয়াসিম আকরামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফাসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।


আরো খবর: