নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান ভারতের শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ী গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্যের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর দেশটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তবে এই নিয়ে বরাবরের মতো নিশ্চুপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লোকসভার পর আজ বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও ‘আদানি’ শব্দটি উচ্চারণ করলেন না মোদি। তবে এই নিয়ে বিতর্কের আবহে কৌশলে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসসহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।’ ভারতীয় সংবাদমাধ্যমের খবরের বলা হয়েছে, বৃহস্পতিবার মোদির আক্রমণের মূল নিশানায় ছিল কংগ্রেস।
তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে বলেন, ‘নেহরুকে নিয়ে অবহেলা হলে কয়েকজন অভিযোগ করেন। গান্ধী-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন?’
এই প্রসঙ্গেও কংগ্রেসকে নিশানা করে মোদি ইন্দিরা গান্ধীর নাম নিয়েছেন। মোদি বলেছেন, ‘রাজ্যের সরকার ফেলতে ৫০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।’
ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে উদ্দেশ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ওদের দুর্দশা বুঝতে পারছি। ভারতে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি। উন্নয়নে বাধা সৃষ্টি করেছে কংগ্রেস।’
তিনি আরও বলেন, ‘আগের সরকার যদি উন্নয়নমূলক কাজ করত, তাহলে আজ এত পরিশ্রম করতে হত না।’ মোদির কথায় কথায়, ‘ওরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করে, তাই দেশবাসীর দিকে তাকাতে পারেনি। ওদের উদ্দেশ্যে অন্য।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ৯ ফেব্রুয়ারি ২০২৩
,