শিরোনাম ::
ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত মাইনাস টু’র আশা জীবনেও পূরণ হবে না জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চিত্রনায়িকা নিপুণ থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মৌসুমীর জন্যই শাকিব খান নায়ক হতে পেরেছেন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩


ঢাকা, ০৫ এপ্রিল – ঢালিউড অভিনেতা ওমর সানী বলেছেন, মৌসুমীর কারণে নায়ক হতে পেরেছেন শাকিব খান; মৌসুমী না চাইলে শাকিব নায়ক হতে পারতেন না। তিনি আরও বলেন, শুধু তাই নয়, শাকিবের যাত্রা শুরু হয়েছিল মৌসুমী-সানী দম্পতির ড্রয়িংরুম থেকে।

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মৌসুমীর স্বামী ওমর সানী এসব কথা বলেন।

ওমর সানী বলেন, এই ছেলেটার (শাকিব) সবচেয়ে কাছের মানুষ আমি ও মৌসুমী। আমার ঘর থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করেন, আমার শ্যালিকা ইরিন ওর প্রথম হিরোইন। মৌসুমী তখন তার ইচ্ছার কথা সোহান সাহেবকে যদি না বলত এবং সোহান সাহেব যদি না করতেন, তাহলে রানা নামের সেই ছেলেটি আজ শাকিব হতো না।

শাকিব খান সামাজিকতা মেনে চলেন না বলেও অভিযোগ করেন সানী।

শাকিবকে ‘একা’ উল্লেখ করে তিনি শাকিব খান বর্তমানে সুপারস্টার আছেন কিনা এ বিষয়েও সন্দেহ পোষণ করেন।

শাকিবকে শতভাগ ফ্যামিলিয়ার হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বন্ধুবান্ধব-প্রিয় হতে হবে। কলিগদের নিয়ে চলতে হবে। আমি তো মনে করি ও একা।’

শাকিবকে দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে দাবি করেন তিনি।

সানী বলেন, ওরে (শাকিব খান) শুধু আল্লাহ পাক ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগটা দিয়েছেন। পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে চলার কোনো যোগ্যতাই তাকে দেননি।

এই অভিনেতা বলেন, আমি মনে করি, শাকিব খানের এই যোগ্যতাটা অর্জন করা উচিত। স্টারইজম থাকলেই সব কিছু হয়ে যায় না।

এম ইউ/০৫ এপ্রিল ২০২৩


আরো খবর: