শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেরিন ড্রাইভে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজারের টেকনাফ সাবরাং মেরিন ড্রাইভ এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক সাবরাং ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকায় টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কালো রংয়ের পলিথিন হাতে এক ব্যক্তিকে হেটে যেতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে কালো রংয়ের পলিথিন ফেলে দিয়ে দৌড়ে মেরিন ড্রাইভ পার হয়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে পলিথিনের ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: