বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুরাদের বিরুদ্ধে করা মামলা খারিজ

ডেস্ক নিউজ
আপডেট: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি শুনানির পর খারিজ করে দিয়েছেন আদালত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেইজবুকে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমানকে সামজিক ও ব্যাক্তিগতভাবে অপমান করার জন্য উক্ত ভিডিওটি প্রকাশ ও প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনাটি আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-১ আদালতে রোববার দুপুরে এ মামলা দায়ের করেন।

এর আগে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক গোলাম ফারুক।

আমলা-১ আদালতের বিচারক ইকবাল মাসুদ বাদী মো. আবুল কালাম আকনের জবানবন্দী গ্রহণ করেন এবং পরে আদেশ দিবেন বলে জানান। পরে বিকেল ৪ টায় বিচারক ২০৩ ধারা মতে মামলাটি খারিজ করে দেন।

এর আগে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক গোলাম ফারুক।


আরো খবর: