বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুম্বাইকে হারিয়ে দুইয়ে চেন্নাই

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩
মুম্বাইকে হারিয়ে দুইয়ে চেন্নাই


নয়াদিল্লি, ০৬ মে – আইপিএল ১৬তম আসরের ৪৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। ব্যাটে বলের নৈপুণ্যে অনায়াসেই জয় পায় চেন্নাই।

 

নিজেদের ১১ ম্যাচে ৬টিতে জিতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। ১০ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স।

শনিবার চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানেই প্রথম সারির ৩ ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন, ইশান কিশান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়ে যায় মুম্বাই।

শেষ পর্যন্ত নেহাল ওয়াধেরার ৫১ বলের ৬৪ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।

টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখেই ৬ উইকেটে অনায়াসে জয় পায় চেন্নাই। দলের জয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। এছাড়া ৩০ রান করেন আরেক ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ। ১৮ বলে ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শুভম দুবে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৬ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মুম্বাইকে হারিয়ে দুইয়ে চেন্নাই first appeared on DesheBideshe.



আরো খবর: