শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মুক্তি কক্সবাজারের উদ্যোগে উখিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে ।
বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব । এতে সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজার এনজিও সংস্থার প্রধান নিবার্হী বিমল দে।
উপজেলা পরিষদ হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক ও কারিগরি সহায়তায় জেন্ডার বেইসড ভায়োলেন্স ইন ইমারজেন্সি প্রোগ্রামের আওতায় (জিবিভিআইই) শীর্ষক আলোচনা সভায় কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন প্রকল্প ব্যবস্থাপক শামীম সরদার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রামের সিনিয়র কোঅর্ডিনেটর আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার , উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন , উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সমাজে নারীর প্রতি সহিংতা কমাতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি বেসরকারী সংস্থা মুক্তি কক্সবাজার কার্যকরী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।


আরো খবর: