শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মিসরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২৫

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
মিসরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২৫


কায়রো, ০২ অক্টোবর – মিসরের ইসমাইলিয়া শহরের পুলিশ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে কেউ নিহত না হলেও অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) মিসরীয় জরুরি পরিষেবা ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার ভোরের দিকে সুয়েজ খালের শহর হিসেবে পরিচিত ইসমাইলিয়ায় এই আগুন লাগে। আগুন লাগার কয়েক ঘণ্টা পর দমকালকর্মীরা তা নেভায়।

দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, দমকলকর্মীরা শুরুর দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। তিন ঘণ্টার বেশি সময় পরে রাষ্ট্রীয় টেলিভিশন আগুন নেভানোর কথা জানায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের পুলিশ ভবন পুড়ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মিসরীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন আহত হয়েছে। কয়েকটি বেসামরিক সূত্রের বরাতে আগুনের ঘটনায় পুলিশ ভবনের কিছু অংশ ধসে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগুন লাগার কারণ উদ্ঘাটন করতে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক একটি উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগুন লাগার কারণ বের করার পাশাপাশি তারা ভবনের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন।

মিসরে সবশেষ এই ইসমাইলিয়া শহরেই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ২০২২ সালের আগস্টে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।

সূত্র: কালবেলা
আইএ/ ০২ অক্টোবর ২০২৩





আরো খবর: