শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মালয়েশিয়ায় বিল্ডিং থেকে পড়ে মহেশখালীর যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ মার্চ, ২০২২

মালয়েশিয়ায় কাজ করার সময় ভবন থেকে পড়ে জমির উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (৯ মার্চ) সকালে নিমার্ণাধীন ভবনে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।

মৃত জমির উদ্দিন মহেশখালীর কুতুবজুৃম ইউনিয়নের নয়া পড়া গ্রামের আমান উল্লাহর পুত্র।

নিহত জমিরের বাবা আমান উল্লাহ জানান, গত তিন বছর আগে জমির মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুরের পাশেই ইপু প্রদেশে একটি কোম্পানিতে কাজ শুরু করেন।

বুধবার সেখানে একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জমির মারা যান বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ চালাচ্ছেন বলে জানান তার পরিবার।


আরো খবর: