বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩


ঢাকা, ১৫ আগস্ট – ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির ব্যবসা বর্তমানে তুঙ্গে। সেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নাটকের অভিনেত্রী ইধিকা পাল। ঢাকায় প্রথম সিনেমায় পা রেখেই বেশ সফল এ অভিনেত্রী।

এদিকে আরেকটি সুখবর এলো শাকিব ভক্তদের জন্য। শিগগির শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ। তবে এবার ভারতের অভিনেত্রী নয়, মার্কিন নায়িকার সঙ্গে দেখা যাবে সুপারস্টার শাকিবকে।

গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আরশাদ আদনান।

জানা গেছে, শিগগির শুরু হবে ছবিটির শুটিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেভাবেই এগোচ্ছে প্রি-প্রোডাকশনের কাজ।

প্রযোজক আরশাদ আদনান জানান, ‘রাজকুমার’ ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে। অনেক চড়াই উতরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই দুষ্টু মিষ্টি কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

‘প্রিয়তমা’র বিশাল সফলতার পর আবারও জুটি বাঁধছেন শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। ‘রাজকুমার’ দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান তারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে ‘প্রিয়তমা’ সিনেমাটি উপভোগ করেন কোর্টনি কফি। এ ছবি দেখে শাকিবের বিপরীতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ অভিনেত্রী।

আইএ/ ১৫ আগস্ট ২০২৩


আরো খবর: