বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মারা গেছেন সাবেক আইজি এম আজিজুল হক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ১৫ জানুয়ারি – বাংলাদেশ পু‌লি‌শের সা‌বেক মহাপরিদর্শক এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এম. আজিজুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব‌ুধবার রাত ৩টা ৩০ মি‌নি‌টে ইন্তেকাল করেন তিনি।

চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হা‌সিব আজিজের পিতা এম. আজিজুল হক ২০০৭ সা‌লে প্রফেসর ইয়াজউদ্দিনের নেতৃত্বা‌ধীন তত্ত্বাবধায়ক সরকা‌রের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ‌দেষ্টা হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সু‌রে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছি‌লেন। তি‌নি স্ত্রী, তিন পুত্র, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৫ জানুয়ারি ২০২৫



আরো খবর: