বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাদরাসা শিক্ষার্থীর পা ভেঙে দেওয়ায় সুপারের অপসারণ দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপারকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে হারবাং এলাকাবাসী। এতে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

শুক্রবার হারবাং স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, গত ২০ সেপ্টেম্বর স্থানীয় মোহাম্মদ শাহাজানের মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের নাতনী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী সানিয়া আক্তারকে মেরে পা ভেঙে দেয় সুপার নুরুল আলমের আত্মীয় আলাউদ্দিন।

তাদের দাবী, মাদ্রাসা সুপার নুরুল আলম একজন স্বাধীনতা বিরোধী। তার বিরুদ্ধে নাশকতা, হত্যাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০১৭ সালে দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে মামলা করেছিলেন ভুক্তভোগী ছাত্রী সানিয়া আক্তারের দাদা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। এই ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করে আসছিলেন সুপার। এরই অংশ হিসেবে সানিয়ার উপর হামলা করান তিনি। এতে সানিয়ার ডান পা ভেঙে যায়৷ এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। সুপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদ্রাসা থেকে অপসারণের দাবী জানান তাঁরা।
গত ১৫ আগস্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে চকরিয়ায় গাড়ি ভাংচুর ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি মামলায় এজাহার ভুক্ত আসামী হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম।


আরো খবর: