বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের আন্দোলন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের আন্দোলন
বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষ মাঠে গড়িয়ে আন্দোলনে রূপ নিয়েছে।
আন্দোলনে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা মুহাম্মদ রুবেল মিয়া ও মুহাম্মদ এরশাদ জানান, ২৫ জুলাই পসকো কর্তৃপক্ষ ফোন দিয়ে কিছু শ্রমিককে ১০ আগস্ট ছাঁটাই করা হবে বলে তথ্য দেন। কিন্তু শ্রম আইন অনুযায়ী ১২০ দিন আগে ছাঁটাইয়ের তথ্য শ্রমিককে লিখিতভাবে জানানোর নিয়ম থাকলেও তা মানা হয় নি।

তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান পসকো তাদের পাওনা বুঝিয়ে দেয় নি বলে অভিযোগ তুলে তারা আরও জানান, নিয়ম অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটির কথা থাকলেও তাদেরকে ১০ ঘণ্টা ডিউটি করিয়েছে। কিন্তু বাকি ২ ঘন্টা ওভারটাইমের বেতন দেয় নি। এছাড়াও শ্রমিকদের চিকিৎসাভাতা বন্ধ করা হয়েছে এবং অসুস্থ শ্রমিকদের মেডিকেল ছুটির টাকা বেতন থেকে কাটা হয়েছে। অন্যদিকে করোনাকালীন কোয়ারেন্টাইন ভাতা এখনো পরিশোধ করা হয় নি এবং করোনাকালীন ৩ মাস সরকার ঘোষিত ছুটির সময় কাজ করিয়ে বেতনের বেসিক অংশও দেয় নি পসকো কর্তৃপক্ষ।

আন্দোলনে যাওয়ার আগে শ্রমিক নেতারা মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন এবং তাতে প্রতিকার না পেয়ে দাবী আদায়ে মাঠে নেমেছে বলে জানান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের পক্ষ থেকে প্রকল্প পরিচালক লিখিত অভিযোগ পায় নি জানিয়ে মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিকিউরিটি অফিসার মুহাম্মদ আলফাজ উদ্দিন জানান, কয়লা বিদ্যুৎ প্রকল্প গত মাসে উৎপাদনে গেছে। কাজও শেষ পর্যায়ে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সব শ্রমিক ছাঁটাই করা হতে পারে।

তিনি আরও বলেন, শ্রমিকরা পাওনা পেয়ে থাকলে তা পরিশোধে পসকো কোম্পানিকে প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে। এরপরেও শ্রমিকদের দাবি থাকলে তা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়।

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে পসকো’র বক্তব্য নেয়ার চেষ্টা করা হয় নানান ভাবে। কিন্তু বিষয়টি নিয়ে তারা মুখ খুলতে রাজি নয়। অফিসিয়াল নাম্বারে (01704159141) একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয় নি।


আরো খবর: