শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীর ধলঘাটায় চেয়ারম্যান নির্বাচিত আ’লীগ মনোনীত আহসান উল্লাহ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহছান উল্লাহ বাচ্ছু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোন ধরণের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে ধলঘাটার নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৭ জুলাই সোমবার মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি নির্বাচন সকাল ৮ টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন ধরণের সংঘাত ছাড়া সম্পন্ন হয়। উক্ত ইউপি নির্বাচনে ৩৬৩২ ভোট পেয়ে আহসানউল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দীন পেয়েছেন ২৬৬৪ ভোট।

১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে হামিদা বেগম(বই) ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছেনোয়ারা বেগম (মাইক) পেয়েছেন ৩৯৪ ২৬৬৪ ভোট। ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মিরাজু বেগম (বই) ১০৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরজিনা আক্তার (বক) পেয়েছেন ১০৩৮ ভোট। ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মর্জিনা খানম পাখি (জিরাফ) ১১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিয়া সোলতানা (কলম) পেয়েছেন ৭৪৬ভোট।

১নং ওয়ার্ডের জসিম উদ্দীন (ফুটবল) ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার হোসেন (ঘুড়ি) পেয়েছেন ২৪৪ ভোট। ২নং ওয়ার্ডের আতাহার ইকবাল (ঘুড়ি) ২০৯ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনছারুল করিম পেয়েছেন ১৭৭ ভোট। ৩নং ওয়ার্ডের জমির উদ্দীন (ফুটবল) ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দীন (তালা) পেয়েছেন১৩১ ভোট। ৪নং ওয়ার্ডের মোকতার আহমদ (তালা) ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ (আপেল) পেয়েছেন ১৯৯ ভোট। ৫নং ওয়ার্ডের আহছান উল্লাহ (তালা) ৬০০ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর (ফুটবল) পেয়েছেন ২৮৪ ভোট। ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম (ফুটবল) ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব (আপেল) পেয়েছেন ৪৭৬ ভোট। ৭নং ওয়ার্ডের নাছির উদ্দীন (আপেল) ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবাদুল্লাহ (মোরগ) পেয়েছেন ২৬২ ভোট। ৮নং ওয়ার্ডের মোঃ হামিদ হোছাইন (তালা) ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বদিউল আলম (আপেল) পেয়েছেন ২৫৩ ভোট। ৯নং ওয়ার্ডের নাছির হায়দার ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসমাইল ৫৭০ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
মহেশখালী উপজেলা নির্বাচনী অফিসার বিমলেন্দু কিশোর পাল বলেন ধলঘাটার মতো একটা নিরবিচ্ছিন্ন দ্বীপে এমন একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে যারা সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ও সম্মানিত ভোটারদের ধন্যবাদ।মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ৯টি কেন্দ্রে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচনী মাঠে ৪ প্লাটুন বিজিবি, ৪ টি মোবাইল টিম, পুলিশের স্টাইকিং ফোর্স ও র্যােবের ২টিম সহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করে। নির্বাচনে ৯ হাজার ৮৯৯ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৯ জন মহিলা মেম্বার পদে ১৯. সাধারণ মেম্বার পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়ন দুটিতে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে ধলঘাটা ইউনিয়নটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এলাকা। বিগত ২০১৬ সালে সর্বশেষ ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কামরুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ধলঘাটার ১টি ওয়ার্ড সাগরে বিলীন হয়েছে মর্মে আদালতে মামলা করলে সঠিক সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। মেয়াদ উত্তীর্ণের ২ বছর পর মামলা বাতিল হওয়ায় নির্বাচনের তফসীল ঘোষণা করে গতকাল ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন ও সাধারণ সদস্য আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি কেন্দ্রে মোট ২৮টি বুথে ৯৮৯৯ জন ভোটার রয়েছে। তৎমধ্যে পুরুষ-৫৪১৪ জন, মহিলা-৪৪৮৫ জন। মোট ভোটার ৯৮৯৯ জন।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল বলেন, সরাসরি ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত ধলঘাটা ইউপি নির্বাচনে কোথাও কোন প্রকার গোলযোগ বা অনিয়মের খবর পাওয়া যায়নি। কোন প্রকার বিশৃঙ্খলা বিহীন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, সার্বিক আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর নজরদারিতে থাকায় সুশৃঙ্খল একটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। নির্বাচন উপলক্ষে ধলঘাটায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল।


আরো খবর: