শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীর গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ড, ৬ টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি রাত ৯ টা ৪৫ মিনিটে। জানা যায়, গোরকঘাটা বাজারের আল সাব্বির ইলেকট্রিক দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে নুরুল হক হাজীর রড সিমেন্টের দোকান, মরহুম নজরুলের স্টুডেন্ট টেইলার্স, মিজানের আল সাব্বির ইলেকট্রিক দোকান, সিরাজের কম্পিউটার দোকান, নয়নের কুলিং কর্ণার, মহিউদ্দিনের ইলেকট্রিক দোকান সহ ৬ টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল সাব্বির ইলেকট্রিক দোকানের ভিতরে দাও দাও করে আগুন জ্বলা দেখতে পেয়ে লোকজন আগুন আগুন বলে চিৎকার দিতে থাকলে পার্শবর্তী জলদাশ পাড়ায় লোকজন ছুটে এসে জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি টিম আসেন। পরে যৌথভাবে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৬ টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন বাজারের ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, ১৯৮৮ সালে গোরকঘাটা বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এছাড়াও ২০১৬ সালে গোরকঘাটা বাজার মসজিদ সংলগ্ন দোকান, ২০১৯ সালে গোরকঘাটা চৌরাস্তার মোড়ের রবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।


আরো খবর: