শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে শেখ রাসেল স্টেডিয়াম স্থাপনের জন্য জায়গা পরিদর্শনে যুব ও ক্রীড়া সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

দ্বীপ উপজেলা মহেশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম স্থাপনের লক্ষ্যে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জায়গা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল মালেকের নেতৃত্বে এক প্রতিনিধি দল৷

১৩ ফেব্রুয়ারী প্রতিনিধি দলটি মহেশখালী আগমন করলে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।

পরে পৌর মেয়রের সার্বিক তত্বাবধানে প্রতিনিধি দল স্টেডিয়াম স্থাপনের জন্য বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে করেন।

এইসময় প্রতিনিধি দলের সাথে ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মুখলেছুর রহমান,জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিল্কি, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলী রেজা তসলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজন,গোরকঘাটা ইউনিয়ন ভূমি (ভূমি) সহকারী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আসহাদ উল্লাহ সায়েম,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ সাংবাদিক ক আ ন ম হাসান।

মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন,
শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই,খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক,বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে।

দ্বীপ উপজেলা মহেশখালী ৪ লক্ষ্য জনগণের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র
শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম স্থাপনের
উদ্যোগ নেওয়া জন্য দ্বীপ বাসী পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।


আরো খবর: