মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২

মহেশখালীর বঙ্গোপসাগরের ধলঘাটা পয়েন্টের দক্ষিণে হাঁসের চর এলাকায় দুটি ড্রেজার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত বুধবার ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয়নি। শুক্রবার ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট মহলে তোড়জোড় শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তাল ঢেউয়ের কবলে পড়ে গত বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় দুটি ড্রেজার ডুবে যায়। সেখানে থাকা তিন শ্রমিক সাঁতার কেটে টাগবোটে উঠলেও অপর দুই শ্রমিক নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো, রমজান আলী (৫৩) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।

নিখোঁজ দুই শ্রমিক মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এ প্রসঙ্গে মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্ব থাকা হাডসনের ব্যবস্থাপক মোহাম্মদ হামিদুর রহমান জানান, তাপবিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান পসকোর সাব ঠিকাদারি প্রতিষ্ঠান দা বেঙ্গল ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি বালু ভরাটের কাজ করছিল।

প্রকল্পে বালু আনলোডিংয়ের কাজ শেষ হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৪টায় পাঁচজন শ্রমিক নিয়ে দুইটি ড্রেজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশের চ্যানেল হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে কুহেলীয়া নদীতে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যায় ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ওই দুটি ড্রেজার ডুবে যায়।

এ সময় শ্রমিক সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিজান ও সেফায়েত উল্লাহ সাঁতার কেটে অপর একটি টাগবোটে উঠলেও সাজ্জাদ হোসেন ও রমজান আলী নামে দুই শ্রমিক নিখোঁজ হন।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন বলেন, দুটি ড্রেজার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকাল থেকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে তৎপরতা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত দুই শ্রমিকের সন্ধান মেলেনি।


আরো খবর: