শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩


সিলেট, ০২ মার্চ – সিলেটের টিলাগড়ের একটি হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সৈয়দ মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

শর্মী দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শতেনদ্র চন্দ্র নাথের মেয়ে।

তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষে পড়ছিলেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুপুরে হোস্টেল থেকে খবর দেয়া হয়, শর্মীর শরীর সিলিংয়ের সাথে ঝুলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০২ মার্চ ২০২৩


আরো খবর: