শিরোনাম ::
ভিসার বিষয়ে খালেদা জিয়াকে সহযোগিতা করবে সরকার রুপার দামেও রেকর্ড, বৃহস্পতিবার থেকে কার্যকর রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা? পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস মাতামুহুরী নদীর তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার উখিয়ার ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা বালুবিহীন বালি ইজারা ও বাজারের খাস কালেকশনের নামে হরিলুট বিতর্কে উখিয়ার এসিল্যান্ড বদলি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা?

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪


মুম্বাই, ২৯ অক্টোবর – বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে।

শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।

শাহরুখের এই উনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

এদিকে শোনা যাচ্ছে, সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

আইএ/ ২৯ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মন্নতে বিরাট পার্টির আয়োজন করছেন শাহরুখ, অতিথি তালিকায় কারা? first appeared on DesheBideshe.



আরো খবর: