মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি – ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম সম্প্রতি মঞ্চে যখন নেচে-গেয়ে একাকার আর সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কনসার্ট থেকে বেরিয়ে আসেন। চিকিৎসার জন্য গাড়িতে তোলার সময় ব্যথায় কেঁদে ফেলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে। মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে।
বিছানায় বিশ্রাম নিতে নিতে গায়ক বলেন, স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। যাইহোক, আমি কোনোভাবে সামলে উঠতে পেরেছি এবং আমার অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফরম্যান্স ভালো ছিল।
অসুস্থতার সময় সোনু নিগমকে তার টিমের সদস্যরা সাহায্য করেছেন। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি।
এনএন/ ০৪ ফেব্রুয়ারি ২০২৫