নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। সোমবার (২৭ জুন) দুপুরে এ সেবার ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় তিনি বলেন, ভাসানচরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা পাবে রোহিঙ্গারা।
সভার সভাপতি নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একদল দক্ষ চিকিৎসক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কাজ করছে। সেখানে এক্সরেসহ সকল চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এবার টেলিমেডিসিন সেবা চালু করা হলো। আশা করি সবাই সেবা গ্রহণ করবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা। এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।