ভাসানচরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মোঃ হাসিবুল আলম সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাসের
শিক্ষা প্রকল্পের শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (৮ অক্টোবর) ভাসানচর পরিদর্শন কালে তিনি স্কাসের শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন নেভির PD, ARRRC, CIC, ACIC সহ ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
সচিব ৪০ মিনিট স্কাস লার্নিং সেন্টার ও লার্নিং সেন্টারের পরিবেশ পরিদর্শন করেন। তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং স্কাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ভাসানচর রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরের শুরু থেকেই বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সুনামের সাথে যথাযথভাবে পরিচালনা করে আসছে।
বর্তমানে (স্কাস) নিজস্ব অর্থায়নে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের জীবিকার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রকল্প ও লাইভলিহুড প্রজেক্ট এর কার্যক্রম শুরু করেন।