অটোয়া, ২১ সেপ্টেম্বর – ভারত-কানাডা উত্তেজনা এখন তুঙ্গে। এরইমধ্যে নতুন চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনকালে ভারতে প্রেসিডেন্সিয়াল স্যুটে ছিলেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো। তিনি সেইসময় একই হোটেলে রেগুলার রুমে ছিলেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই।
নিরাপত্তা প্রটোকলের জন্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর আওতায় থাকে প্রেসিডেন্সিয়াল স্যুট।
সূত্র পিটিআইকে জানিয়েছে, জাস্টিন ট্রুডোকে প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি ও তার প্রতিনিধিদল সেখানে থাকতে অস্বীকৃতি জানান। তখন তারা একই হোটেলে রেগুলার রুমে ছিলেন।
এবার জি-২০ সম্মেলনে বিশ্বের নেতাদের দিল্লিতে ভিভিআইপি হোটেলে প্রেসিডেন্সিয়াল স্যুটে রাখা হয়েছিল। এতে ছিল পুরো নিরাপত্তা প্রটোকল। ট্রুডোর প্রতিনিধিদল ভারতীয় নিরাপত্তা সংস্থাকে জানায়, খরচ কমানোর জন্য তারা নরমাল রুমে থাকবেন।
তবে নতুন এ রিপোর্ট নিয়ে কানাডার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২১ সেপ্টেম্বর ২০২৩