শিরোনাম ::
চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টোর সাক্ষাৎ সিলেটের প্রথম জয়ের দিনে ঢাকার টানা ষষ্ঠ হার কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা, আটক ২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতে আট মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩


নয়াদিল্লি, ২০ এপ্রিল – ভারতে একদিনের ব্যবধানে নতুন করে সংক্রমণ আরও বাড়তে দেখা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১২ হাজারের বেশি সংক্রমণ দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১২ হাজার ৫৯১ জন। গত ৮ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫ হাজার ২৮৬।

দেশটিতে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ৪০ জন। এর মধ্যে কেরালায় মারা গেছে ১১ জন।

বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪০১।

এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৩১ হাজার ১৯০ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৬৪৯ জন।

দেশটিতে দৈনিক পজিটিভ কেস ৫ দশমিক ৪৬ শতাংশ এবং সাপ্তাহিত পজিটিভ কেস ৫ দশমিক ৩২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ২২০ কোটি ৬৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ এপ্রিল ২০২৩


আরো খবর: