রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪



নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর – বিরোধী দল কংগ্রেস ভারতকে বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, প্রাচীন রাজনৈতিক এ দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ভারতকে বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে। গতকাল সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন গিরিরাজ সিং। তিনি গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কংগ্রেসের ষড়যন্ত্র বলে দাবি করেছেন।সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট-পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, হিন্দুরা কি কখনও সুরাটের তাজিয়ায় বা দেশের কোনও এলাকায় পাথর ছুড়েছে? মাত্র দুদিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির ওপর কীভাবে হামলা হয়েছে, আমরা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়? গণেশ পূজায় এ হামলা কংগ্রেসের টুলকিটের অংশ।গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। এই আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ-প্রতিবাদ করেন প্রায় ৩০০ মানুষ।সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত বলেছেন, থানার সামনে দুই গ্রুপের সদস্যরা পরস্পরের দিকে পাল্টাপাল্টি ইট-পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনকে আটক করে। এ ঘটনায় থানায় দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।সূত্র: আমাদের সময়আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪



আরো খবর: