ঢাকা, ১৩ অক্টোবর – শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই চরিত্রে অভিনয় করতে পেরে বেশ গর্বিত তিনি। বলেছেন, ‘আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনো দিন অভিনয় নাও করি, তবুও আক্ষেপ থাকবে না। কারণ আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি।’ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো শেষে সাংবাদিকদের এ কথা বলেন অভিনেত্রী।
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার বিষয়ে অভিনেত্রী নুসরাত বলেন, ‘এই চলচ্চিত্রে প্রস্তাব আসা থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত সুন্দর একটা সফর ছিল। সবাই অনেক পরিশ্রম করেছেন এই ছবির জন্য।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। কারণ, এখন পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি।’
আইএ/ ১৩ অক্টোবর ২০২৩