শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বৃষ্টিতে খেলা বন্ধ, আর শুরু না হলে হারবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪
বৃষ্টিতে খেলা বন্ধ, আর শুরু না হলে হারবে বাংলাদেশ


ওয়াশিংটন, ২১ জুন – অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। অসিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে যা একেবারেই মামুলি। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ ওভারেই ৫৯ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের ৭ ওভারের খেলা চলাকালীন দ্বিতীয়বারের মতো হানা দিয়েছে বৃষ্টি।

৬.২ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। ওয়ার্নার ৩২ আর হেড খেলছিলেন ৩৩ রান নিয়ে। বাংলাদেশ থেকে এখন ২৯ রানে এগিয়ে আছে অসিরা। এই মুহূর্তে পার স্কোর ৩৫। আর যদি খেলা শুরু করা না যায় তাহলে ডিএলএস মেথডে জয় পাবে অস্ট্রেলিয়া।

এর আগে বৃষ্টির কারণে টসেও বিলম্ব হয়েছিল। তবে অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার কারণে ভালোমতোই টস করতে পেরেছিল দুই দল। বাংলাদেশের ইনিংসের সময় আরও বৃষ্টির দেখা মেলেনি। তাওহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৪০ রান তোলো বাংলাদেশ।

অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ তামিম (৩ বলে ০)। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেভিভারি তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে যায়।

এরপর ম্যাচের দায়িত্ব নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে ব্যাট করতে থাকেন তারা। সুযোগ নিতে থাকেন দুই-একটি করে বাউন্ডারি। জুটি করে ফেলেন ৪৮ বলে ৫৮ রানের।

অনেকদিন থেকেই রান নেই লিটনের ব্যাটে। কিন্তু আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে পিচে সেট হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। আশা করা হচ্ছিল অসিদের বিপক্ষে বড় একটি ইনিংস খেলতে পারবেন তিনি। শেষ পর্যন্ত সে আশায় গুঁড়েবালি হলো। লিটন আউট হয়ে গেলে জুটিটি ভেঙে যায়।

নবম ওভারে অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলে ব্যাটের সামনে বল পেয়ে বাউন্ডারি হাঁকাতে যান লিটন। এতেই ঘটে বিপত্তি। বল ব্যাটে না লেগে ভেঙে দেয় স্টাম্প। ২৫ বলে ১৬ রান করে ফেরত যান লিটন।

এরপর কিছু রানের আশায় রিশাদ হোসেনকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নামানো হয়। তাতে কোনো লাভই হলো না বাংলাদেশের। গ্লেন ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেটে মারতে এসে ব্যাটেন কানায় লেগে শট থার্ড অঞ্চলে জাম্পার হাতে ক্যাচ হন তিনি। ৪ বল খেলে মাত্র ২ রান করেন রিশাদ।

ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন শান্ত। কিন্তু অ্যাডাম জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ হন তিনি। ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

দলের ভালো অবস্থানের সময় ব্যাটিংয়ে নেমেও আজ তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। মার্কাস স্টয়নিজের বিপক্ষে বাজে একটি শট খেলে তার হাতেই ক্যাচ হন সাকিব (১০ বলে ৮)।

১৮তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সকে পুল করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ (৩ বলে ২)। পরের বলেই শেখ মেহেদীকে থার্ড ম্যান অঞ্চলে জাম্পার ক্যাচ বানান কামিন্স। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামা মেহেদী ফেরত যান ১ বলে ০ রানে।

হ্যাটট্রিক চান্স নিয়ে ২০তম ওভার করতে আসেন কামিন্স। প্রথম বলেই হৃদয়ের উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজের সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করেন কামিন্স। ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন হৃদয়। শেষ দিকে ৭ বলে ১৩ রান করে মোটামোটি মানের পুঁজি গড়ায় সহায়তা করেন তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নিজের থলিতে পুরেন অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিজ ও গ্লেন ম্যাক্সওয়েল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুন ২০২৪





আরো খবর: