শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিজিবির অভিযানে পাগলির বিল থেকে ৪ হাজার ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপির একটি বিশেষ অভিযানে ৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোঃ আবদুল্লাহ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ২,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) বিকালে সীমান্ত পিলার-৪২ থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলির বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটক হওয়া মোঃ আবদুল্লাহ রামু উপজেলার দারিয়ার দিঘী মৌলভীপাড়ার বাসিন্দা।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, আটককৃত ব্যক্তিকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাকারবারী চক্রের সনাক্তকরণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
###


আরো খবর: