বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিজয় দিবস উপলক্ষ্যে পোলাও-মাংস খাবেন কারাবন্দিরা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল ও দুপুরে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। তবে রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

কারাসূত্রে জানা গেছে, বিশেষ খাবারের মধ্যে সকালে খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই ও মুড়ির ব্যবস্থা রাখা হয়। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। আর রাতের খাবারের মেন্যুতে থাকছে সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

এর আগে, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।



আরো খবর: