শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিএনপির লিফলেট দেখে বানরও পেছনের দিকে লাথি মারে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩


ঢাকা, ২৮ ডিসেম্বর – ‘বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট দেখে বানরও লাথি মারে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে সেদিকে কারও সাড়া নাই। এখন তারা কী করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট দেখে পুরান ঢাকা আর ক্যান্টনমেন্ট এলাকার কিছু বানরও পেছনের দিকে লাথি মারে।

তিনি বলেন, নির্বাচনে বাধা হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তাই বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও চোরাগোপ্তা মিছিল নজরে এনে ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

বিদেশিরা বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ঘুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ধরনা দিতো, তাদের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছেন এবং আসছেন। অর্থাৎ এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন।

এ সময় বিএনপির অনেক কর্মী-সমর্থকও নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩


আরো খবর: