শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বিএনপির নির্বাচন বর্জনের কোনও সুযোগ নেই

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩


ঢাকা, ০৬ জুন – নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দেবে এটাই স্বাভাবিক। তবে বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে গণ্ডগোল এবং পানি ঘোলা করা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তোলেন।

তথ্যমন্ত্রী ভিসা নীতির কারণ জানাতে গিয়ে বলেন, বিএনপির অপরাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, নির্বাচন প্রতিহত করার রাজনীতির কারণেই মার্কিন ভিসা নীতিঅবস্থান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভিসা নীতির কারণে এবার বিএনপির নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এবার বিএনপি কোনো দেশ থেকেই তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন পায়নি। আর এখন ভিসা নীতির কারণে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন প্রতিহত করার সুযোগ নেই।’

এ অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে গণ্ডগোল বাধাতে বিদ্যুৎকেন্দ্রের সামনে বিএনপি অবস্থান কর্মসূচি দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি যদি বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করে, জনগণ তাদের ঘেরাও করে উচিত শিক্ষা দেবে। আইনশৃঙ্খলা বাহিনীও যথাযথ ব্যবস্থা নেবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব মোকাবিলায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে কিংবা যেকোনো ইস্যুকে কেন্দ্র করে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়, সেক্ষেত্রে প্রধান সারির গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ জুন ২০২৩


আরো খবর: