শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বান্দরবানের ২২ জঙ্গি এখন চট্টগ্রাম কারাগারে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিরাপত্তাজনিত কারণে বান্দরবান থেকে ২২ জঙ্গিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) আড়াইটার দিকে তাদের চট্টগ্রাম কারাগারে আনা হয়।

২২ জনের মধ্যে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ জন এবং নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ আসামি রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ জন বন্দী হলেন, বিলিলাল কাফ জুয়ালা, সিং নোয়াই সাং বম, ভান লম বম, মুনথিন বম, রেমঙির লনচেও, ভানলাল রোয়াল বম, মালসম বম, সাংথোয়াই বম, ত্নিং লিয়ান বম, আদত বম, লিয়ান জুয়াম বম, জৌখন সাং বম, মামুন বম, ভান নুয়াম সাং বম, জিং খান বম, জিম নেম সাং বম, ভান লিম সাং বম ও লাল অপ সাং বম। এছাড়া নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪ বন্দি হলেন— সালেহ আহম্মদ প্রকাশ সাইহা, মো. সাদিকুর রহমান প্রকাশ সুমন ফারকুন, মো. বায়োজিদ ইসলাম প্রকাশ মোয়াজ ও নিজাম উদ্দীন প্রকাশ হিরন। এছাড়া

চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ২২ আসামিকে বান্দরবান থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের স্থানান্তর করা হয়।


আরো খবর: