বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি বান্দরবানে পাহাড় ধসে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন তার মা।
সোমবার দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটা গোধার পাড় এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
তিনি জানান, অতিবৃষ্টিতে কালাঘাটা গোধার পাড় এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে মাটি চাপা পড়েন মা-মেয়ে।
পরে ১৫ বছর বয়সী সাবেকুন নাহার বেগমের লাশ উদ্ধার করা গেলেও তার মা নূরনাহার বেগম এখনো নিখোঁজ আছেন।
তবে বৃষ্টি আর বন্যার পানিতে তাকে উদ্ধারে কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান এই সরকারি কর্মকর্তা।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও যোগাযোগ বিপর্যস্ত থাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সত্যতা যাচাই করা যায়নি।
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে একপ্রকার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। বেশির ভাগ এলাকা টানা দুদিন ধরে বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর রোববার বান্দরবানে ৩৪২ মিলিমিটার এবং সোমবার ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ফুলে-ফেঁপে উঠেছে জেলার প্রধান দুই নদী সাঙ্গু ও মাতামুহুরী।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে, বন্যা পরিস্থিতিতে তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। পানিবন্দি মানুষ বাড়িঘর ছেড়ে ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে।