শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বর্ণাঢ্য আয়োজনে উখিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩

রতন কান্তি দে,উখিয়া::

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের অতীতের সকল সাংগঠনিক ইতিহাস কে ছাড়িয়ে এবারই প্রথম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্মরণকালের সেরা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে উখিয়া আওয়ামী লীগের রাজনীতিতে বিগত যুগ যুগ ধরে যাদের অবদান ত্যাগ অনস্বীকার্য সেসব প্রবীণ নেতাদের সংবর্ধিত করা, প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,ও সাধারণ সম্পাদক নুরুল হুদা ছিন্নমূল পথ শিশুদের খাইয়ে দেয়া,এবং প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শুক্রবার (২৩ জুন ২০২৩) বিকেল ৩ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উখিয়া আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব সহ সাংগঠনিক উল্লেখযোগ্য বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা। এ সময় তিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করে প্রধানমন্ত্রী ও সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন তৃণমূলের নেতা কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ এবং শক্তি। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ, উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন করা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে তা সফল হয়েছে।আমি বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জনগণের খাদেম হয়ে সেবা করে যাচ্ছি।
দপ্তর সম্পাদক নুরুল হক খান এর সঞ্চালনায়
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্টাকটার, সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, এম এ মঞ্জুর ,তথ্য ও গবেষণা সম্পাদক উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমান,
, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার শাহজাহান সাজু, উখিয়া উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী খুরশীদা বেগম, , জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোশাররফ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইব্রাহীম।

সকাল ৮:টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব নূরুল হুদা নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, এসময় উপজেলা আওয়ামী লীগ ওএর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর ২টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা ৩টায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক নুরুল হুদার নেতৃত্ব এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার ৱ্যালী উখিয়া স্টেশন প্রদক্ষিণ করে।

এতে উপজেলা,ইউনিয়ন ও ওয়াড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

দুঃসময় সংগঠনে বিভিন্ন স্তরে নেতৃত্বদানকারী প্রবীণ আওয়ামী লীগ নেতা নজির আহমদ চৌধুরী, শিক্ষক আব্দুল হক,আহমদ উল্লাহ সওদাগর ও অমূল্য বিকাশ বড়ুয়া কে, উত্তরী পড়িয়ে সম্মাননা ক্রেস্ট প্রদানপূর্বক সংবর্ধিত করা হয়।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সবার স্থলে উপস্থিত অনেক ছিন্নমূল পথ শিশুদের কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞের স চিত্র প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে, মঞ্চসাজসজ্জা, প্যান্ডেল, অতিথি ও নেতা কর্মীদের আসন বিন্যাস সহ বিভিন্ন স্তরে নান্দনিকতার ছোঁয়া শোভাবর্ধন করে। বেলা ২টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড বিশাল মিছিল সহকারে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে সবার স্হলে উপস্থিত হয়। নেতা কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়।নেতা কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুরুতে পবিত্র কোরআন তেলােওয়াত করেন মৌলভী জাফর আলম,পবিত্র গীতা থেকে পাঠ করেন ব্রাহ্মণ হারানোর চক্রবর্তী, পবিত্র ত্রিপিটক পাঠ করেন জয়ন্ত বড়ুয়া ঝন্টু।


আরো খবর: