শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বরিশালে পাঁচ জামায়াতের নেতা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩


বরিশাল, ১০ জুন – বরিশাল নগরীতে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন নগরীর কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর ৪নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

কাউনিয়া থানার ওসি মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দ্বিতীয় তলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩


আরো খবর: