বরিশাল, ১৬ মে – সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (১৫ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুলাই রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি তিনমাসের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার (১৪ মে) নৌকার কর্মীর ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মান্নাসহ তার ১৩ জন অনুসারীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর সোমবার কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ মে ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা first appeared on DesheBideshe.