এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের উদোগে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসুচি শুরু হয়েছে।
গতকাল শনিবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
হাসপাতালের পরিচালকবৃন্দ, কর্মরত চিকিৎসক কর্মকর্তাদের উপস্থিতিতে জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে জমজম হাসপাতাল মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়জুর রহমান, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শামিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহেদুল ইসলাম খাঁন , ফ্যামেলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়েদ আল নোমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শিহাব উদ্দিন, দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মুমিনুর ইসলাম।
জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বলেন, শনিবার শুরু হলেও রোববার ও আগামীকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সেবা কার্যক্রম চালু থাকবে।
তিনি বলেন, উদ্বোধনী থেকে হাসপাতাল মিলনায়তনে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বন্যাদুর্গত এলাকার অসুস্থ সকল রোগীরা ফ্রি চিকিৎসার এই সুযোগ গ্রহণ করতে পারবেন।