শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বঙ্গবন্ধুর দেখানো পথেই দুর্যোগ মোকাবেলায় টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

এম.এ আজিজ রাসেল :

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেছেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

বঙ্গবন্ধুর দেখানো পথেই বর্তমান সরকার দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকসই কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং মুজিববর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ, গ্রমীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ডকরণ, উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, জেলা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহ, মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উন্নয়নমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।”

শুক্রবার (১১ মার্চ) সকালে কলাতলীর হোটেল বিচ ওয়ের হলরুমে অনুষ্ঠিত ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রাকিব, যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল।

কর্মশালা সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।


আরো খবর: