শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী


শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় স্কুলে পৌঁছান তিনি। এর পরে সেখানে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেন ও “এসো বঙ্গবন্ধুকে জানি” শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।


এর পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন তিনি। তার পরে ফিরে যায় টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে।


এরপর যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর রাজধানী ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।


আরও পড়ুন: স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন



তার আগে ২ দিনের সফরে শুক্রবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এর পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


সান নিউজ/এমএইচ


আরো খবর: